কুমিল্লা জেলার বরুড়া থানায় দুইজন করোনা নতুন সংক্রামন পাওয়া গিয়েছে।
আজ কুমিল্লা সিভিল সার্জন এই বিষয়টি নিশ্চিত করেন। যানা যায় আক্রান্ত দুইজনের একজন বারুড়া থানার এস আই বিকাশের সিএনজি ড্রাইভার এবং অপরজন ঝলম ইউনিয়নের বারেরা গ্রামের মোহাম্মদ আলী।
উল্লেখ্য, বারুড়া থানার এস আই জনাব, বিকাশ ঘোশ গত ২৯ এপ্রিল করোনায় সংক্রামিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।