কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিউ মার্কেটের পান বাজারে শঙ্কর হোমিও হলের স্বত্বাধিকারী বাবু ডা. সুকুমার করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর তার নিউ মার্কেটের বাড়িসহ আশ পাশের অঞ্চল লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
লকডাউন করার সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোসা. শাহিদা আক্তার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মেদ কবীর ও মেডিকেল অফিসার ডা. অর্জুন উপস্থিত ছিলেন ।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে ডা. সুকুমার মারা যান।
এদিকে, বাগুরা, নবিয়াবাদ ও গুনাইঘর থেকে ১৫ থেকে ১৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিয়ারে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ খবরটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মেদ কবীর।
অন্যদিকে বাগুরা ও নবিয়াবাদ সংক্রামক হওয়ায় চান্দিনা থেকে দেবিদ্বার চলাচল করা সড়কটি বন্ধ করে দিয়েছে পুলিশ।