খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের অন্তর্গত খোশবাস গ্রামের সৌদি আরবের প্রবাসী মোঃ নবীনেওয়াজ এর অর্থায়নে খোশবাস,জালালপুর,রহিমপুর গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে মহামারী দুর্যোগের এই দিনে ১১০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার।
প্রবাসী মোঃ নবীনেওয়াজের এর মত অন্যান্য বিত্তবান প্রবাসীরাও নীজ মাতৃভূমির দূরদিনে এগিয়ে আসবেন বলে আমরা আশা প্রকাশ করছি।