সাতক্ষীরা জেলায় প্রথম এক ব্যক্তির (৩৫) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ তথ্য সাতক্ষীরার সিভিল সার্জনকে জানানো হয়। শনাক্ত হওয়া রোগীর বাড়ি তালা উপজেলায়।
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাজীব সরদার জানান, তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের এক ব্যক্তি জ্বর, সর্দি ও কাশিতে কয়েক দিন ধরে ভুগছেন, এমন খবর জানতে পেরে গত মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষা করার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ রাত সাড়ে আটটার দিকে সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াতকে পিসিআর ল্যাব থেকে মুঠোফোনে খুলনা থেকে জানানো হয় ওই রোগীর পরীক্ষায় পজিটিভ এসেছে। ওই রোগী বর্তমানে বাড়িতে আছেন। ওই রোগীর বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হবে।
সাতক্ষীরার নগরঘাটা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান জানান, আক্রান্ত ব্যক্তি একজন শ্রমিক। রাতেই গ্রাম পুলিশ দিয়ে তাঁর বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হবে।