মো. শরিফ উদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন গত কয়েকদিন পূর্বে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে ঢাকার একটি প্রাইভেট হসপিটালের আইসিউতে চিকিৎসা করানো হয়। আজ শুক্রবার হসপিটালের কর্তব্যরত ডাক্তার শরিফ উদ্দিন ভূঁইয়াকে ক্লিনিক্যাল ডেথ হিসেবে ঘোষণা করার পর তাঁর গ্রামের বাড়িতে নেওয়ার পথে কাঁচপুর ব্রীজ এলাকায় গাড়িতে ইন্তেকাল করেন।
উল্লেখ্য, গত দুই বছর পূর্বে তাঁর ছোট ভাই মো. সাইফুদ্দিন ভূঁইয়াও দুরারোগ্য ব্যাধিতে আক্তান্ত হয়ে মারা যান।