ঝড় বৃষ্টি শীত উপেক্ষা করে ৪০ বছর ধরে জীবনের তরী বেয়ে যাচ্ছেন বরুড়ার খোশবাস ইউনিয়নের আব্দুল মান্নান। এলাকায় আচার ব্যাপারী মন্নান হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ছাত্রছাত্রীদের কাছে ৪০ বছর যাবৎ নানান ফলের আচার বিক্রি করে হয়েছেন স্বাবলম্বী। বর্তমানে দেশে বিদেশে তার সকল ছেলেরা স্বাবলম্বী হলেও হৃদয়ের টানে মায়ার বাঁধনে আটকে গেছেন খোশবাস উচ্চ বিদ্যালয়ের সাথে মন্নান।