বরুড়া থানার তদন্ত পরিদর্শক মোহাম্মদ নাহিদ আহমেদ জানান, আপন বাসুরের দুই ছেলের মধ্যে হওয়া ঝগড়া থামাতে গিয়ে ভাতিজা শাহজাহানের দেওয়া শিলের আঘাত চাচি জমিলার মাথায় লাগে। আঘাতের সঙ্গে সঙ্গে চাচি মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা শাহরাস্তিতে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নারী মৃত্যুর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দোষীদের গ্রেফতারে পুলিশ ব্যবস্থা নিচ্ছেন।
উল্লেখ্য, গত ১৪ মার্চ কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গভীর রাতে ঘর থেকে তুলে নিয়ে চাচাকে মারধরের পর এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা করে আপন ভাতিজারা মিলে। নির্মমভাবে চাচা হত্যা ঘটনায় তিনজনকে গ্রেফতার করে বরুড়া থানা পুলিশ।