রেজাউল করিম সদ্য রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেছে।করোনা মহামারীর কারণে কলেজের ভর্তি পিছিয়ে যাওয়ায় স্বপ্নের কুমিল্লা সরকারী কলেজে ভর্তি হওয়ার আগে মৃত্যুকে গভীর আলিঙ্গন করেছেন।
পারিবারিক সুত্রে জানা যায়, রেজাউল করিম হঠাৎ বুকে ব্যাথা অনুভব তাকে কুমিল্লা টাওয়ার হসপিটালে ভর্তি করানো হয়।ডাক্তার পরিক্ষা নিরীক্ষা শেষে বলেন, রেজাউলের খাদ্যনালী ছিদ্র দেখা দিয়েছে। জরুরী অপারেশন করাতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রেজাউল করিম কে অপারেশন করানো হয় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! অপারেশনের পর রেজাউল করিমের আর জ্ঞান ফিরেনি।পরে কর্তৃব্যরত ডাক্তার রেজাউল করিম কে মৃত ঘোষণা করেন।
রেজাউল করিম অন্য দশ জন ছেলের মত উশৃংখল ছিলনা সে ছিল স্বাভাবিক নম্র ভদ্র ছেলে তার এই অকাল মৃত্যুতে শালচর গ্রামের সর্বোসাধারণ ও তার বন্ধুমহলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।