পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাযায় কাঁচা বাজার, মুদি দোকান, মাছ বাজার, সহ খুচরা ও পাইকারী ব্যবসায় বন্ধ রাখায় করোনা ভাইরাসের আক্রান্তের হার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষ জরুরী প্রয়োজন ছাড়া বাড়ী থেকে বের হচ্ছে না। বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম বলেন সম্প্রতি মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সাধারণ মানুষকে নিরাপদে রাখার জন্য ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সাংবাদিক, বরুড়া পৌরসভার মেয়র, বরুড়া থানা অফিসার ইনচার্জ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধিদের পাশাপাশি আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সহ অন্যান্য সংগঠন সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সাধারণ মানুষের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বিভিন্ন সামাজিক সংগঠন রক্তঋন সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন গুলো এলাকা ভিত্তিক মাঠে কাজ করে যাচ্ছেন। এছাড়াও যে সমস্ত এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে পন্য সামগ্রী বিক্রয় করে এসবের তথ্য পাওয়ার সাথে সাথে আমাদের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, ও আব্দুল মান্নান নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করছেন, এবং যাদের মুখে মাস্ক নেই তাদের জরিমানা আদায় করে মাস্কের ব্যবস্থা করে দিচ্ছেন।