ভোর রাত থেকে এক নাগাড়ে ঝুমবৃষ্টিতে অনেকটা প্লাবিত হচ্ছে এখানকার মাঠঘাট।
সন্ধ্যার আগ থেকেই বরুড়ার আকাশ ছিল মেঘলা। দুয়েক জায়গায় মাঝেমধ্যে গুড়িগুড়ি বৃষ্টিও হয়। ঠাণ্ডা বাতাসে গরমের ভাবটাও কেটে যায়। আর রাত ২টার পর বাতাসের সঙ্গে এক পশলা বৃষ্টি হলেও বেশিরভাগ এলাকায় তা অল্প সময়ের মধ্যেই আবার থেমে যায়।
এদিকে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আশঙ্কা রয়েছে জলোচ্ছ্বাসেরও। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে।