কুমিল্লার বরুড়ায় গলায় ফাঁস দিয়ে দুলাল হোসেন (৩৫) নামে এক সিএনজি চালক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। শনিবার (২৩ মে) ভোররাতে তার নিজ ঘরে এ আত্নহত্যার ঘটনা ঘটে। সে দুলাল বরুড়া পৌরসভার সাহারপুদুয়া বেপারী বাড়ির ফুল মিয়ার মিয়ার ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরুড়া থানা পুলিশের এসআই মেহেদী হাসান।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল রাতেও নিজ কক্ষে ঘুমাতে যায় দুলাল । পরেরদিন সকালে ঘুম থেকে না উঠায় সন্ধেহ হলে তার বাবা ফুল মিয়া দরজার কড়া ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার ঝুঁলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তা দুলালের মরদেহটি নামানো হয়।
গত কয়েকদিন পূর্বে নিহত দুলালের স্ত্রী তার বাবার বাড়িতে যান। শনিবার দুলালের ঘর ভেঙ্গে নতুন করে সংস্কারের কাজ শুরু করার কথা থাকলেও তা আর করা সম্ভব হয়নি।
এবিষয়ে স্থানীয় কাউন্সিলর আবুল কাসেম দুলালের আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন,আমার জানা মতে তার আত্নহত্যা করার মত কোন কারন দেখতেছি না “।