জানা যায়, বরুড়ার ঝলম বাজারের পানি নিষ্কাশনের ড্রেনের বেহাল দশার কারনে প্রায়ই জলাবদ্ধতার দুর্ভোগে পড়তে হলে এই বাজারের ব্যবসায়ীদের। গতকাল (৩০জুন) সন্ধ্যা থেকে প্রচন্ড বৃষ্টির কারনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাজারে বৃষ্টির পানি সাধারণত ড্রেন দিয়েই নিষ্কাশন হওয়ার কথা অথচ, টানা এক ঘন্টার বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয়ে যায় সম্পূর্ন ড্রেন। ড্রেন দিয়ে পানি কোথাও সরতে না পেরে শেষে বাজারের দোকানগুলোতে ঢুকা শুরু করে দেয়।
এসময়, দোকানগুলোতে অনেক ক্ষয়ক্ষতি হতে থাকে, বিশেষ করে বাগদাদী বেডিং স্টোর, ফ্রেন্ডস কম্পিউটার, রনি মেডিকেল হলসহ অন্যান্য বেশকিছু দোকানের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এসব দেখে বৃষ্টিতে ভিজে ড্রেন পরিষ্কারের কাজে নামে “বৃহত্তর ঝলম ব্লাড ব্যংক” এর স্বেচ্ছাসেবক গোলাম কিবরিয়া বাপ্পি, সাদ্দাম আমির ও ডাঃ রাজিব সাহা। তাদের প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় ড্রেন পরিষ্কার করতে সক্ষম হয়।
এতে বড় আকারের ক্ষয়ক্ষতি থেকে রেহাই পায় এ বাজারের ব্যবসায়ীরা।