বিধ্বস্ত পরিবারের হাহাকার ক্রন্দনে আড্ডা ইউনিয়নের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে! আজ ১৮ জুন সকাল ৮.০০ ঘটিকা হঠাৎ করে টর্নেডোর আঘাতে বরুড়া উপজেলাধীন আড্ডা ইউনিয়নের ৩৪টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বরুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম তাৎক্ষণিক ভাবে খবর পেয়ে মানবিক দায়বদ্ধতা থেকে আড্ডা ইউনিয়নের বিধ্বস্ত পরিবার গুলোকে পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণে জরুরী সহযোগিতার জন্য কুমিল্লার জেলা প্রশাসক কে অবহিত করে অদ্যই প্রতিবেদন প্রেরণ করা হয়েছে এবং জেলা প্রশাসক যথাসম্ভব দ্রুততম সময়ে সহযোগিতা করবেন মর্মে আস্বস্ত করেছেন।
আনিসুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ের বিত্তশালী থেকে শুরু করে সকলকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য বিনীত ভাবে আহবান করছি।