1. noorazman152@gmail.com : নূর আজমান : নূর আজমান
  2. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  3. khansajeeb45@gmail.com : সজিব খান : সজিব খান
  4. naeemnewsss@gmail.com : সাকিব আল হেলাল : সাকিব আল হেলাল
  5. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন
খোশবাস বার্তা

আফগানিস্তানে ফিরলেন বিন লাদেনের দেহরক্ষী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৫৬ বার পঠিত
আল কায়দা
ওসামা বিন লাদেনের বিশ্বস্ত দেহরক্ষী আমিন উল হক

আফগানিস্তানে ফিরলেন ওসামা বিন লাদেনের বিশ্বস্ত দেহরক্ষী আমিন উল হক। আল কায়দার শীর্ষনেতা আমিন এক সময় লাদেনের ঘনিষ্ঠ ছিলেন। এমনকি তার প্রধান দেহরক্ষীর দায়িত্বও পালন করেছেন। সোমবার সেই আমিনকে দেখা গেল সাদা গাড়িতে চড়ে তার আফগানিস্তানের ‘দেশের বাড়ি’তে ফিরতে।

আফগানিস্তানের এক স্থানীয় সাংবাদিক তার টুইটারে লেখেন, ‘তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর দেশে ফিরলেন আল কায়দার বড় নেতা আমিন উল হক।’ এছাড়াও টুইটারে লাদেনের ঘনিষ্ঠ সহযোগী আমিন উল হকের ফিরে আসার ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় তিনি গাড়িতে উঠে দেশের বাড়িতে ফিরছেন। আফগানিস্তানের নানগরহর প্রদেশে আমিনের বাড়ি।

তোরা বোরার যুদ্ধে যখন ব্রিটিশ আর আমেরিকার সেনাদের হাত থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছিলেন লাদেন, তখন এই আমিনই ছিলেন আল কায়দার তৎকালীন প্রধান ওসামা বিন লাদেনের দেহরক্ষী। তারই নেতৃত্বে লাদেনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপদ আশ্রয়ে।

তোরা বোরার যুদ্ধ হয়েছিল ২০০১ সালে। তার দশ বছর পর পাকিস্তানের অ্যাবটাবাদে আমেরিকার সেনাবাহিনীর গুলিতে নিহত হন ওসামা। সেই ঘটনার পর থেকে নানগরহরে আর দেখা যায়নি আমিনকে। আবার তিনি যখন আফগানিস্তানে ফিরলেন, তখন আফগানিস্তান পুরোপুরি তালিবানের হাতে। ফলে প্রশ্ন উঠেছে এই প্রত্যাবর্তন কি নেহাৎ সমাপন, না কি পরিকল্পনা করেই এই সময়ে দেশে ফিরলেন লাদেনের অনুচর তথা আল কায়দার শীর্ষ নেতা আমিন।

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
corona safety
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২১
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417