গত সোমবার রাত থেকে লাদাখের গালওয়ানে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় ভারত -চীন সংঘাত চরমে পৌঁছেছে৷ চীনা সেনার হামলায় ভারতের অন্তত ২০ জন সৈন্য নিহত হয়েছেন৷ পাল্টা আক্রমণ চালিয়েছে ভারতও। এই পরিস্থিতির মধ্যেও চীনা ব্যাংক ভারতকে এই বিপুল পরিমাণ ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে অর্থবহ৷
এর আগেও করোনা মহামারি মোকাবিলায় ভারতকে ৫০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছিল এআইআইবি ব্যাংক। তখন করোনা মহামারির কারণে সৃষ্ট আর্থিক মন্দা কাটাতে ১০ বিলিয়ন ডলারের একটি তহবিলের ঘোষণা করেছিল এআইআইবি ব্যাংক। ওই ঋণের উদ্দেশ্য ছিল সরকারি এবং বেসরকারি খাতকে করোনা মহামারি মোকাবিলায় সহায়তা করা।
এআইআইবি ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈশ্বিক করোনাভাইরাস মহামারিতে সংকটে পড়া ভারতের অর্থনীতিকে সচল করতেই এই ঋণ দেওয়া হচ্ছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ সহায়তায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ব্যবসায়ীদের আর্থিক সহায়তা করা, সামাজিক সুরক্ষার কাঠামো তৈরি এবং ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নত করা।