ভারতে চতুর্থ দফায় লকডাউন আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। গত ২৫ মার্চ শুরু হওয়ার পর আজ ১৭ মে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। সোমবার থেকে শুরু হয়ে আগামী ৩১ মে পর্যন্ত চলবে চতুর্থ দফার লকডাউন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশনা জারি হয়েছে।
এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চতুর্থ দফায় নতুন পদ্ধতিতে লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন।
মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং পাঞ্জাব এরমধ্যে ৩১ মে পর্যন্ত লকাডউনের মেয়াদ বাড়িয়েছে। এছাড়া হরিয়ানা, তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যা এবং আসাম রাজ্য সরকার লকডাউন বাড়ানোর সুপারিশ করেছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি এখন পর্যন্ত ঘোষণা বা অনুমোদন করেনি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন মেয়াদে জারি করা লকডাউনে আন্তঃরাজ্য চলাচলে জনসাধারণকে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া আন্তঃরাজ্য বাস ও গণপরিবহন ব্যবস্থা সচল করা হয়েছে।
তবে বিমান, মেট্রো পরিষেবা, মল, জিম সেন্টার, বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬০ বছরের ঊর্দ্ধে এবং ১০ বছরের নিচে যাদের বয়স, তাদের বাইরে যাওয়া উচিত নয়।