করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে সৌদি আরব। অর্থাৎ ঈদুল ফিতরের আগে পরে সরকারি ছুটির পাঁচদিন ২৪ ঘণ্টা কারফিউ থাকবে। মঙ্গলবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, ঈদের আগ পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকবে এবং নাগরিকেরা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঘরের বাইরে স্বাধীনভাবে চলাচল করতে পারবেন। পবিত্র মক্কা নগরী ছাড়া দেশটির অন্যান্য অঞ্চলের বাসিন্দারা এই সুবিধা পাবেন। মক্কাকে ২৪ ঘণ্টার কঠোর কারফিউয়ের আওতায় রাখা হয়েছে।
এর আগে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির জাজান প্রদেশের বাইস নগরেও ২৪ ঘণ্টা লকডাউন চালু করে।
তবে সেখানেও জরুরি ওষুধ ও খাদ্য ক্রয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নাগরিকদের ঘরের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
গত মার্চেই সৌদি আরবের বেশিরভাগ অঞ্চল ও শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল। পবিত্র রমজানের শুরুতে তা শিথিল করা হয়। তবে করোনাভাইরাসের বেশি প্রাদুর্ভাব থাকা এলাকাগুলোতে লকডাউন শিথিল করা হয়নি।
এরপর গত ২ এপ্রিল দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছিল। প্রাথমিকভাবে শহরগুলোতে ১৫ ঘণ্টার কারফিউ জারির পর তা বাড়ানো হয়েছিল।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ৪২ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬৪ জনের। আর সুস্থ হতে পেরেছে ১৫ হাজার ২৫৭ জন।