1. asifiqballimited@gmail.com : Asif Iqbal : Asif Iqbal
  2. Kamrulsohan55@gmail.com : কামরুল সোহান : কামরুল সোহান
  3. khoshbashbarta@gmail.com : ইউনুছ খান : ইউনুছ খান
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
খোশবাস বার্তা

১৪ জুলাই: ইতিহাসের এদিনে

সাহেজুল ইসলাম | মীরসরাই
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ২২৪৬ বার পঠিত

 

প্রতিবছরে ৩৬৫/৩৬৬ দিন সাধারণত। একটি বছরে বিভিন্ন দিনগুলোতে বিগত কালে কোনো না কোনো ঘটনা ঘটে থাকে। সে ঘটনাগুলো তুলে আনা হলো।

এ বছরের জন্য ১৪ জুলাই ১৯৫তম (অধিবর্ষে ১৯৬তম) দিন। এ বছর শেষ হতে আরো ১৭০ দিন বাকি রয়েছে।

★ঘটনাবলী★
১৯৫৮ – ইরাকে ১৪ জুলাই বিপ্লব সংঘটিত হয়। রাজতন্ত্র বিলুপ্ত করে ইরাককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

★জন্ম★
→ ১৮৫৪ – মহেন্দ্রনাথ গুপ্ত,শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও ‘শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত’ রচয়িতা।
→ ১৮৭৪ – অঁদ্রে-লুই দ্যবিয়ের্ন, ফরাসি রসায়নবিদ।
→ ১৯১৩ – জেরাল্ড ফোর্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮তম রাষ্ট্রপতি।
→ ১৯১৮ – ইংমার বারিমান, সুয়েডীয় মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক।
→ ১৯২৩ – ডেল রবার্টসন, মার্কিন অভিনেতা।
→ ১৯২৮ – ন্যান্সি ওলসন, মার্কিন অভিনেত্রী।
→ ১৯৩২ – জেরল্ড ক্যাট্‌জ, মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক।
→ ১৯৫৭ – অলোক বর্মা, ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ৩৭তম প্রধান।
→ ১৯৫৭ – আর্থার অ্যালবিস্টন, স্কটিশ ফুটবলার।
→ ১৯৬০ – জেন লিঞ্চ, মার্কিন অভিনেত্রী।
→ ১৯৬৭ – হাসান তিলকরত্নে, শ্রীলঙ্কান ক্রিকেটার ও রাজনীতিবিদ।
→ ১৯৭৬ – জেরাইন্ট জোন্স, ইংরেজ ক্রিকেটার।
→ ১৯৮২ – বিকাশ রঞ্জন দাস, বাংলাদেশী ক্রিকেটার।

★মৃত্যু★
→ ১৮১৬ – ফ্রান্সিস্কো দে মিরান্ডা, ভেনেজুয়েলীয় বিপ্লবী।
→ ১৯৩০ – গবো অ্যাশলে, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
→ ১৯৫১ – স্যামি জোন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার।
→ ১৯৫৮ – দ্বিতীয় ফয়সাল, ইরাকের তৃতীয় ও শেষ বাদশাহ।
→ ১৯৭১ – পুলিনবিহারী সরকার ভারতের একজন বিশ্লেষক অজৈব রসায়নের গোড়াপত্তনকারী বিজ্ঞানী।
→ ১৯৯৭ – আবু তাহের, বাংলাদেশি সুরকার।
→ ২০১০ – বুলবুল আহমেদ, বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
→ ২০১২ – মাজহারুল ইসলাম, বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতিদের মধ্যে অন্যতম।
→ ২০১৯ – বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ।

সংগ্রহঃ- wikipedia

খোশবাস বার্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
corona safety
সত্বাধিকার © খোশবাস বার্তা ২০১৬- ২০২৪
ডেভেলপ করেছেন : TechverseIT
themesbazar_khos5417