নানান রকমের আর্থিক মোহ লোভ লালসার পায়ে শিকল দিয়ে সে দীর্ঘদিন খোশবাস বার্তা’র সাথে কাজ করে যাচ্ছে। আমাদের এখানে কোন টাকা পয়সার লেনদেন নেই, দুজনে সব সময় চেষ্টা করছি সংবাদ পত্রের মাধ্যমে সাধারণ মানুষের চিন্তাচেতনাকে জাগ্রত ও মানবিক করে তুলতে, সৈকত কে মাল্টি ট্যালেন্টেড আমি এ কারণে বলি তাঁর বহু রকমে প্রতিভা আছে যার কোন উস্তাদ নেই সে নিজে নিজে চেষ্টা করে অনেক কিছুই আয়ত্ত নিয়েছে।খোশবাস বার্তা’র টেকনিক্যাল সাইট গুলো সে সুন্দর সুশৃঙ্খল ভাবে কাভার করে এবং কোন আর্থিক বিষয় নিয়ে মাথা ঘামায় না। একদিন হয়ত সৈকত অনেক বড় কিছুই হবে কারণ মানুষের মানবিক ত্যাগ কোন দিন বৃথা যেতে পারেনা। আমি আসিফ ইকবাল সৈকতের দীর্ঘায়ু কামনা করি পাশাপাশি তাঁর সফল ও সার্থক জীবনে সে ধন্য হোক এ আর্শিবাদ করি। শুভ জন্ম দিন সৈকত।