জ্যোতির্বিজ্ঞানের মতে সূর্য চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় অর্থাৎ চন্দ্র যখন সূর্য এবং পৃথিবীর মাঝে অবস্থান করে তখন চন্দ্রের ছায়া পৃথিবীর উপর পড়লে সূর্যগ্রহণ ঘটে। সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতে হয়। (তথ্য – উইকিপিডিয়া)
২১ জুনে পূর্ণগ্রাস বা আংশিক গ্রহণ নয়, দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণে চাঁদের ছায়া সূর্যের ওপর এমন ভাবে পড়ে, যাতে সূর্যের চারপাশের আলোর বলয় দেখা যায়। এই গ্রহণে চাঁদের ছায়া সম্পূর্ণ ভাবে সূর্যকে গ্রাস করতে পারে না। বলয়গ্রাস গ্রহণে অমাবস্যার চাঁদ সূর্যকে মাঝখান থেকে ঢেকে ফেলে।
দূরবীন বা পেরিস্কোপে, টেলিস্কোপ – কোনও কিছুর সাহায্যে গ্রহণ দেখার সময় সূর্যের দিকে সরাসরি তাকাতে বারণ করা হয়েছে। গ্রহণের সময় সূর্য রশ্মি অত্যন্ত সংবেদনশীল থাকে যা চোখে প্রভাব ফেলতে পারে। সানগ্লাস বা ঘষা কাঁচ দিয়েও গ্রহণ দেখতে বারণ করেছে নাসা।
এশিয়ার আরও অন্যান্য দেশ, আফ্রিকা এবং ভারত মহাসাগরীয় অঞ্চল এবং প্রসান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে রবিবারের সূর্যগ্রহণ দেখা যাবে। ইউরোপ এবং অস্ট্রেলিয়ার কিছু কিছু অংশ থেকেও ২১ জুনের বলয়গ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে। কঙ্গো, ইথিওপিয়া, পাকিস্তান এবং চীনেও দেখা যাবে এটি। ২০২০ সালের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হবে ১৪ ডিসেম্বর। সেই গ্রহণ কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। ওই সময় সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় চলে আসে এবং চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে দেয়, ফলে তারই ছায়া পড়ে পৃথিবীতে। (তথ্য – সিএনএন)